বাংলাদেশের খবর

আপডেট : ০৪ November ২০১৮

হ্যাঁ, আমরাও পারি

লোগো সাফ ফুটবল ছবি : ইন্টোরনেট


হ্যাঁ, আমরাও পারি। হিমালয় পর্বত গুঁড়িয়ে দিতে পারি। বিসুবিয়াশের অগ্নি উিগরণ স্তিমিত করে দিতে পারি। আমাদের ছেলেরা পাকিস্তানকে পরাজিত করে সেটাই প্রমাণ করেছে। শাবাশ বাংলাদেশ। খেলাধুলা নিয়ে রাজনীতি করতে নেই। খেলা খেলার মাঠেই থাকবে। তারপরও ইতিহাস বলে একটি কথা আছে। ইতিহাস ভোলা যায় না। ১৯৬৬ সালে বিএম কলেজে পড়ি। ঢাকায় খেলা হচ্ছে ফুটবল। ইরান, তুরান, পাকিস্তান নিয়ে গঠিত আরসিবির ফাইনাল খেলা চলছিল। পাকিস্তান থেকে পাকিস্তানি টিম এলো। তুরস্কের সঙ্গে ফাইনাল খেলা। স্টিমারে বিনা টিকেটে আমরা বিএম কলেজ থেকে দলবেঁধে ঢাকায় খেলা দেখতে আসতাম। ঢাকা এসেই মনটা খারাপ হয়ে গেল। পাকিস্তান টিমে একজন বাঙালিও স্থান পায়নি। আমাদের বাঘা বাঘা খেলোয়াড় পিন্টু, হাফিজ, সালাউদ্দিনসহ অনেক খেলোয়াড়ই সাইডলাইনে বসে খেলা দেখত। তুরস্ক যখন ১২ গোল দিল পাকিস্তানকে, তখন আর থাকতে পারলাম না। চোখের জল মুখের জল এক করে বেরিয়ে এলাম। বাঙালিরা চাষাভুষার ছেলে। এরা আবার কিসের ক্রিকেট, ফুটবল খেলবে? আল্লাহর রহমতে বিশ্বকাপসহ অনেক ক্রিকেট টুর্নামেন্টেই পাকিস্তান বাংলাদেশের কাছে পরাজিত হয়েছে। পরাজয়ের কথা বাদই দিলাম। আজকে ছোট শিশুরাও পাকিস্তানিদের পরাজিত করে অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলের কাপ ছিনিয়ে এনেছে। কয়েক দিন আগে আমাদের মেয়েরাও সাফ ফুটবল কাপ ঘরে নিয়ে এসেছে। উই স্যালুট অল বয়েজ অ্যান্ড গার্লস। শাবাশ বাংলাদেশ। অবাক পৃথিবী তাকিয়ে রয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১