বাংলাদেশের খবর

আপডেট : ০৪ November ২০১৮

অবসরে রাজিন সালেহ

বাংলাদেশ জাতয়ি দলের ক্রিকেটার রাজিন সালেহ ছবি : ইন্টারনেট


বাংলাদেশ জাতীয় দলের সাবেক কৃতী ব্যাটসম্যান রাজিন সালেহ সিদ্ধান্তটা নিয়েছিলেন আগেই। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। গতকাল শনিবার সিলেট স্টেডিয়ামের অভিষেক টেস্টের দিন তা সম্পন্ন করলেন রাজিন।

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্টের উদ্বোধনী দিনে সাবেক ক্রিকেটারদের মধ্যে আমন্ত্রিত ছিলেন সিলেটের সন্তান রাজিনও। দুপুর ১টার দিকে স্টেডিয়াম প্রেস বক্সে এসে হাজির হন ৩৪ বছর বয়সী রাজিন। সাংবাদিকদের সামনে নিজের দীর্ঘ দুই দশকের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন তিনি। রাজিন জানান, আগামীকাল ৫ নভেম্বর কক্সবাজারে অনুষ্ঠেয় জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ খেলে সব ধরনের ক্রিকেটের ইতি টানবেন।

অশ্রুসিক্ত নয়নে রাজিন বলেন, ‘আপনারা সবাই আমাকে সমর্থন দিয়েছেন। ক্রীড়া সাংবাদিকদের লেখনীতেই আমি রাজিন সালেহ হয়েছি। আমার পরিবার, বন্ধু, স্বজনসহ সমর্থকদের জন্যই আমি আজকের রাজিন সালেহ। এনসিএলের ম্যাচ দিয়ে আমি প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।’ অবসর জীবনেও তিনি ক্রিকেটের সঙ্গে জড়িয়ে থাকতে চান। তিনি বলেন, ‘ক্রিকেট ক্যারিয়ার শেষে দেশের ক্রিকেটের জন্য কোচ হিসেবে কাজ করতে চাই।’

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১