বাংলাদেশের খবর

আপডেট : ০৪ November ২০১৮

ব্যাপকহারে যুদ্ধবিমান তৈরি করছে তেহরান


দেশি প্রযুক্তি ও নিজস্ব ডিজাইনে স্থানীয়ভাবে যুদ্ধবিমান ‘কাউসার’ ব্যাপক হারে তৈরি করছে ইরান। এই যুদ্ধবিমানগুলো দেশটির বিমানবাহিনীতে ব্যবহার করা হবে। বিমানের উৎপাদন শুরু উপলক্ষে গতকাল শনিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী আমির হাতিমি এ কথা জানান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আলজাজিরা এ কথা জানায়। তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ক্রমাগত বাড়তে থাকার প্রেক্ষিতে নানামুখী পদক্ষেপের মধ্যেই বিমান তৈরি শুরু করেছে দেশটি। যুদ্ধবিমান ‘কাউসার’ প্রথম জনসমক্ষে আনা হয় গত আগস্টে। সে সময় প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, শুধু শত্রুকে প্রতিহত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তেহরানের সামরিক শক্তি বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। যুদ্ধবিমানটিতে অত্যাধুনিক বিমান প্রযুক্তি অ্যাভাইওনিকস এবং বিভিন্ন কাজে ব্যবহারযোগ্য রাডার রয়েছে। এটি সম্পূর্ণ দেশি প্রযুক্তিতে তৈরি প্রথম যুদ্ধবিমান। কাউসারের পরীক্ষামূলক ভিডিও ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, এই যুদ্ধবিমানটি অবিকল ১৯৬০-এর দশকে যুক্তরাষ্ট্রে তৈরি এফ-৫ যুদ্ধবিমানের মতো।  উল্লেখ্য, ১৯৮০-এর দশকে ইরাকের সঙ্গে যুদ্ধের সময় বিমান হামলার শিকার হয়েছিল ইরান। সেই সময়কার স্মৃতিতেই বিমানটি নির্মাণ করা হয়েছে বলে জানান হাতিমি। এরপর বিভিন্ন সময় ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হুমকির কথা মাথায় রেখে এটি তৈরি করা হয়েছে যেন সব ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগ আমাদের থাকে। ‘ইরান-ইরাক যুদ্ধের সময় আমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি কারো ওপর নির্ভর করা যাবে না। আমাদের সম্পদ সীমিত, তাই সর্বনিম্ন খরচে নিরাপত্তা প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর’ -বলেন হাতিমি। ইসলামের একটি অংশ থেকে নির্বাচিত সংসদ সদস্যও ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১