আপডেট : ০৪ November ২০১৮
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ রোববার থেকে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দফতর থেকে জানানো হয়েছে, পরীক্ষা চলবে সোমবার পর্যন্ত। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আবদুল লতিফ জানান, এ বছর ২২টি বিভাগের অধীনে ২ হাজার ২৭৫টি আসনের বিপরীতে সারা দেশ থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তিযুদ্ধে অংশ নেবে। সূচি অনুযায়ী প্রথম দিন থিওলজি অ্যান্ড হিউম্যানিটিস ও সোশ্যাল সায়েন্সেস অনুষদের অধীনে ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরের দিন সোমবার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের অধীনে ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে কর্তৃপক্ষ। অপ্রত্যাশিত যেকোনো পরিস্থিতি মোকাবেলায় ক্যাম্পাসে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী ও মোবাইল কোর্ট স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১