বাংলাদেশের খবর

আপডেট : ০৩ November ২০১৮

চাঁদপুরে জেল হত্যা দিবস পালিত

চাঁদপুরে জেল হত্যা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় মৎসজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা মৎসজীবিলীগের সভাপতি আলহাজ্ব মো. রেদওয়ান খান বোরহান ছবি: বাংলাদেশের খবর


চাঁদপুরে জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার সকালে শহরের কালিবাড়ীর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন জেলা মৎস্যজীবী লীগ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের আওয়ামী লীগের মনোনায়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় মৎসজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা মৎসজীবিলীগের সভাপতি আলহাজ্ব মো. রেদওয়ান খান বোরহান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. নাজমুল হোসেন পাটওয়ারী, জেলা তরিকত ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শামছুজ্জামান পাটওয়ারী, চাঁদপুর জেলা যুব সেচ্ছাসেবক লীগের সভাপতি মজিবুর রহমান মাইজা, সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজা, হাইমচর উপজেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি মিজান খান, হাইমচর মৎসজীবিলীগের সভাপতি মাসুদুর রহমান উজ্জল, সাধারণ সম্পাদক মুসলিম মিয়া, প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের ক্রীড়া বিয়ষক সম্পাদক ছিদ্দিকুর রহমান পাটওয়ারী, জেলা যুব সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. রাজু বরকন্দাজ,  প্রচার সম্পাদক মো. কবির খান, সদস্য ফরিদ ছৈয়াল, সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নের মৎসজীবিলীগ নেতা জাকির হোসেন খানসহ আরো অনেকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১