বাংলাদেশের খবর

আপডেট : ০৩ November ২০১৮

পাকিস্তানে ‘তালেবানের জনক’কে ছুরিকাঘাতে হত্যা

পাকিস্তানি ধর্মীয় নেতা সামি উল-হক ছবি : ইন্টারনেট


পাকিস্তানের রওয়ালাপিন্ডিতে আফগানিস্তানের চরমপন্থি আন্দোলনের নেতাদের গুরু  দেশটির একজন ধর্মীয় নেতা সামি উল-হককে নিজের বাড়িতে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আফগানিস্তানের চরমপন্থি আন্দোলনের নেতাদের গুরু হওয়ায় তাকে ‘ফাদার অব তালেবান’ বলা হয়। খবর প্রকাশ করেরেছে ডন।

মাওলানা হামিদুল হক বলেন, নিজের রুমে বিশ্রাম নেবার সময় তার বাবাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তিনি বলেন, আমার বাবার চালক হাক্কানি বাড়ির বাইরে যান। ফিরে এসে দেখেন, রক্তের মধ্যে শুয়ে আছেন মাওলানা সামি। সে আর বেঁচে নেই।

সামির মৃত্যুতে আশপাশের এলাকায় হামলা চালিয়েছে তার সমর্থকরা। এদিকে সামি উল-হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, পাকিস্তান এক গুরুত্বপূর্ণ ইসলামি নেতাকে হারিয়েছে।

৮৩ বছর বয়সী সুপরিচিত এই ধর্মীয় নেতা দেশটির উত্তরপূর্বাঞ্চলে একটি মাদ্রাসা চালান। খাইবার পাখতুনখাওয়া আকোরা খাত্তাকে সামির ওই মাদ্রাসার নাম দারুল উলুম হাক্কানি। তবে তালেবান আন্দোলনের সঙ্গে সম্পর্ক সত্ত্বেও সামির মাদ্রাসা পাকিস্তানের আঞ্চলিক সরকারগুলোর কাছ থেকে অর্থ বরাদ্দ পেত।

সামি উল-হক পাকিস্তান পার্লামেন্টের সিনেটরও ছিলেন। প্রথম দফায় ১৯৮৫ থেকে ১৯৫১ সাল এবং পরে ১৯৯১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি পাকিস্তান পার্লামেন্টের সিনেটর ছিলেন।

উল্লেখ্য, সামির ছাত্রদের একজন ছিলেন তালেবান নেতা মোল্লা ওমর। সোভিয়েত সেনাদের বিরুদ্ধে লড়াই করতে আশির দশকে তার সহপাঠীদের নিয়ে আফগানিস্তান যান তিনি। পরে এই মোল্লা ওমরই তালেবান প্রতিষ্ঠা করেন। আফগানিস্তান থেকে সোভিয়েত ইউনিয়ন চলে যাওয়ার পর গৃহযুদ্ধ এবং চরম বিশৃঙ্খলার মধ্যে ১৯৯৬ সালে তালেবান ক্ষমতা দখল করে নেয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১