আপডেট : ০৩ November ২০১৮
মুহসিন ইরম অনেক বাঙালি স্ত্রীদের মধ্যেই এই প্রচলন আছে যে তারা স্বামীদের নাম ধরে ডাকে না বা পরিচয় করিয়ে দেয় না। সেক্ষেত্রে তারা ঠিক কীভাবে পরিচয়ের কাজটা সারে সেটাই উঠে এসেছে এই লেখায়... স্বয়ং স্বামীকে ১. ওগো শুনছ? চল আজ ডিনার বাইরে করি। ২. হ্যাঁ গো, তোমার গুণধর পুত্র বাতেন তো এবারো ফেল করেছে। ৩. এই, শোনো না, পাঁচশ টাকা রেখে যাও। লাগবে। * পাশের বাসার ভাবিকে জানেন ভাবি আপনার ভাই আজ তিনটা নতুন শাড়ি এনে হাজির। আমাকে নাকি সারপ্রাইজ দিল। * অফিসের পিওনকে তোমার বসকে বইলো আজ অফিস থেকে ফেরার পথে যেন এক হালি ডিম নিয়ে আসে। * দোকানের সেলসম্যানকে আপনার স্যারের টাকা নিয়ে কোনো অসুবিধা নাই। আপনি লেটেস্ট কোয়ালিটির ভালো দামের মধ্যেই একটা বডি স্প্রে দেখান। * বাবাকে তোমার জামাই তো সোমবারে আসতে পারবে না বাবা, কী যেন মিটিং আছে বলল। * ছেলেকে বাতেন, যা তো দেখ মহারাজা বল্লাল সেন এখনো পড়ে পড়ে ঘুমুচ্ছে নাকি ঘুম থেকে উঠেছে। গিয়ে বল আম্মু মুখ ধুয়ে নাশতা খেতে ডাকছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১