বাংলাদেশের খবর

আপডেট : ০৩ November ২০১৮

বাংলা অ্যান্ড নোয়াখালী স্পিকিং কোর্স


(এখানে বলাই বাহুল্য, এই ফিচারের লেখকের দেশের বাড়িও নোয়াখালী। অর্থাৎ লেখকও বিশ্বব্যাপী সুবিখ্যাত নোয়াখাইল্লা ভূত সম্প্রদায়ের একজন কনিষ্ঠ [তবে সর্বকনিষ্ঠ নাহ, এই আরকি, মাত্র!] সদস্য)

 

1)      বাংলা : → সে পানিতে পড়ে গিয়াছে।

নোয়াখাইল্লা : → হেতে হানিতে হড়ি গেছে!

২) বাংলা : → সে বাবার বড় ছেলে।

নোয়াখাইল্লা : → হেতে বাপের বড় হোলা।

৩) বাংলা : → তুমি খেয়ে শুয়ে পড়।

নোয়াখাইল্লা : → তুই খাই হুতিজ্জা।

৪) বাংলা : → ঐখানে যাও আবার ওখান খেকে এখানে আস।

নোয়াখাইল্লা : → হিয়ানে যা আবার হিয়ান্তন ইয়ানে আয়।

৫) বাংলা : → তুমি এমন করে কাঁদছ কেন?

নোয়াখাইল্লা : → তুই এন্নে করি কান্দরি কিল্লাই???

৬) বাংলা : → আমি পানি খাব না।

নোয়াখাইল্লা : → আঁই হানি খাইতান্ন।

৭) বাংলা : → তুমি কি পাগল হয়ে গেলে?

নোয়াখাইল্লা : → তুই হাগল অই গেছত্তি।

৮) বাংলা : → কাল বৃষ্টি হয়েছে।

নোয়াখাইল্লা : →  কাল ঝরি ওইছে।

৯) বাংলা : → তুমি কোথায় যাও?

নোয়াখাইল্লা : → তুই কোনাই যাছ?

১০) বাংলা : → এদিকে এসো।

নোয়াখাইল্লা : → ইমুই আয়।

১১) বাংলা : → তুমি এটা কেন করলে?

নোয়াখাইল্লা : → তুই ইয়ান কিল্লাই কইচ্ছত?

১২) বাংলা : → সে পরীক্ষায় প্রথম হয়েছে।

নোয়াখাইল্লা : → হেতে হরিক্ষাত ফতম ওইছে।

১৩) বাংলা : → গাছের উপর পাখির বাসা।

নোয়াখাইল্লা : → গাছের আগাত হাইকের বাসা।

১৪) বাংলা : → তোমরা দুজনে খেয়ে ফেল।

নোয়াখাইল্লা : → তরা দুনুগা খাই হালা।

১৫)  বাংলা : → সে পিতার বড় মেয়ে।

নোয়াখাইল্লা : → হেতি বাপের বড় মাইয়া।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১