বাংলাদেশের খবর

আপডেট : ০৩ November ২০১৮

নাচ


ইমতিয়াজ সুলতান ইমরান

 

ব্যাঙে নাচে ঢেউয়ের তালে

পুঁটি নাচে বৃষ্টিতে

নাচের পুতুল আরো আছে

নাচানাচির লিস্টিতে।

 

মাগুর নাচে মেঘের ডাকে

তেল দিয়ে তার দাড়িতে

নাচের তালিম বসে নাকি

গজার মাছের বাড়িতে।

 

বাদুড় দেখে ইঁদুর নাচে

বাঁদর দেখে হনুমান...

আড়াল থেকে ভোদরবাবু

নাচ করেছে অনুমান।

 

বীণের সুরে সাপে নাচে

ওঝা আছেন সাধনায়

নাচের দলে ছাত্র ডাকেন

সুবীর সুবোধ সাধন আয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১