আপডেট : ০৩ November ২০১৮
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে শহীদ নগর পর্যন্ত অন্তত ৫কি.মি সড়কে যানজট রয়েছে। গতকাল ভোর রাত থেকে শুরু হওয়া যানজট থেমে থেমে আজও অব্যাহত রয়েছে। যানজটে আটকা পরে আছে হাজার হাজার পন্য ও যাত্রীবাহী পরিবহন। মহিলা, শিশু, রোগীসহ দূর্ভোগে রয়েছে অসংখ্য যাত্রী। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মুন্সীগঞ্জ এলাকার মেঘনা সেতু থেকে সৃষ্ট যানজটের প্রভাব কুমিল্লা অংশে পরেছে। এছাড়া দেশব্যাপী শ্রমিকদের ডাকা পরিবহন ধর্মঘট শেষ হবার পর চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে আসা পন্যবাহী পরিবহনের অতিরিক্ত চাপের ফলে এ যানজটের সৃষ্টি হয়েছে ।যানজট নিরসনে হাইওয়ে পুলিশ দিন-রাত কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১