বাংলাদেশের খবর

আপডেট : ০৩ November ২০১৮

এমপি মাহবুব আলীকে হবিগঞ্জ জেলা আ.লীগ থেকে অব্যাহতির সিদ্ধান্ত

হবিগঞ্জ-৪ সংসদীয় আসনের আওয়ামী লীগ দলীয় সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী সংগৃহীত ছবি


হবিগঞ্জ-৪ সংসদীয় আসনের আওয়ামী লীগ দলীয় সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী ও তার ভাই সাবেক সরকারি কৌঁসুলি ফজলে আলীকে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া কমিটির সভায় দীর্ঘদিন অনুপস্থিত

থাকার কারণ দর্শাতে তাদের নোটিশ দেওয়া হবে। নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে তাদের জবাব দিতে বলা হবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান। তিনি জানান, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবদুল মজিদ খান এমপির সঞ্চালনায় সভায় ওই সিদ্ধান্ত হয়। এ ছাড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার জানান, এমপি অ্যাডভোকেট মাহবুব আলী ও তার ভাই অ্যাডভোকেট ফজলে আলী বিগত ৫ বছর যাবৎ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত হননি। দলের গঠনতন্ত্র অনুযায়ী পর পর ৩ সভায় না অনুপস্থিত থাকলেই সদস্য পদ বাতিল হওয়ার বিধান রয়েছে। এ ছাড়া সভায় দলের বিরুদ্ধে তাদের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে আলোচনা করা হয়।

অন্যদিকে, সভায় বিগত পৌর নির্বাচনে হবিগঞ্জ পৌরসভায় দলের সিদ্ধান্ত অমান্য করে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজানকে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী স্বপদে বহালের সিদ্ধান্ত নেওয়া হয়।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১