বাংলাদেশের খবর

আপডেট : ০৩ November ২০১৮

নভেম্বরেও সাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

আবহাওয়া অধিদফতর ছবি : সংগৃহীত


দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি মৌসুমি লঘুচাপ। সেটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার প্রভাবে শুক্রবার সারা দেশের আকাশ মেঘলা ছিল। কোথাও কোথাও নেমেছে বৃষ্টিও। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর বলছে আগামী তিন দিন একই অবস্থা বিরাজ করতে পারে। এ ছাড়া গত বৃহস্পতিবার আবহাওয়া অধিদফতর প্রকাশিত চলতি নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে। অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসেও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া অধিদফতর। সে অনুযায়ী বঙ্গোপসাগরের একটি লঘুচাপ শক্তি সঞ্চয় করে করে সুস্পষ্ট লঘুচাপ প্রথমে নিম্নচাপে, তারপরে গভীর নিম্নচাপে এবং সর্বশেষ ১০ অক্টোবর প্রবল ঘূর্ণিঝড় ‘তিতলি’তে পরিণত হয়। অক্টোবর মাসের মতো নভেম্বর মাসের জন্যও একই ধরনের পূর্বাভাস দেওয়া হয়েছে। বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে।  এ ছাড়া চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। তবে এ মাসে গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। এ মাসে দেশের নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, সদ্য শেষ হওয়া অক্টোবর মাসের জন্য যে পূর্বাভাস দেওয়া হয়েছিল তার সবগুলোই মিলে যায়। তাই নভেম্বর মাসের জন্য যে পূর্বাভাস দেওয়া হয়েছে, সেটিও মিলে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, ঘূর্ণিঝড় হতে পারে। তবে তা মাসের কোন সময়ে, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে দক্ষিণ বঙ্গোপসাগরে যে মৌসুমি লঘুচাপটি অবস্থান করছে সেটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তার প্রভাবে আগামী কয়েক দিন সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দেশের কোথাও কোথাও বৃষ্টিও নামতে পারে।

শীতের বিষয়ে তিনি বলেন, শীত আসবে আরো কয়েক দিন পরে। সাগরে যদি একটা ঘূর্ণিঝড় হয় তারপরেই দেশে শীত নামতে পারে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১