বাংলাদেশের খবর

আপডেট : ০২ November ২০১৮

আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে : প্রধানমন্ত্রী

ময়মনসিংহে সার্কিট হাউজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী সংগৃহীত ছবি


আওয়ামী লীগ ক্ষমতায় এসে নির্যাতন, অত্যাচার করে না। মানুষের উন্নয়নে কাজ করে। বিকেলে ময়মনসিংহে সার্কিট হাউজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্যকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে, ময়মনসিংহ বিভাগের চার জেলায় ১৯৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে। বিএনপি দেশের নয়, নিজেদের উন্নয়ন করেছে। বিএনপি রাজনীতি করে মানুষ পুড়িয়ে মারার। ময়মনসিংহে পাক হানাদার বাহিনীর মতো অত্যাচার করেছিল বিএনপি।

তিনি বলেন, উন্নয়নবিরোধীরা এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যারা বাংলাদেশ চায়নি তারা বঙ্গবন্ধুকে হত্যা করে।

ময়মনসিংহবাসীর কাছে উন্নয়ন চলমান রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, ময়মনসিংহে আলাদা শিক্ষা বোর্ড, বিভাগীয় স্টেডিয়াম ও নভো থিয়েটার করা হবে।

এসময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিগত দুই মেয়াদী আওয়ামী লীগ সরকারের উন্নয়নের নানা স্লোগান দিতে থাকেন তারা। এর আগে সকাল থেকে মিছিল নিয়ে বিভিন্ন জেলা থেকে সভাস্থলে আসতে থাকে নেতাহকর্মীরা। দুপুরের মধ্যেই পুরো জনসভাস্থল পরিপূর্ণ হয়ে উঠে।

ময়মনসিংহ দেশের অষ্টম বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর বিভাগীয় শহরটিতে এই প্রথম সফর করেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে শহরের প্রতিটি সড়ক সাজানো হয়েছে বর্ণিল সাজে। প্রতিটি রাস্তায় দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে ব্যানার, ফেস্টুন ও পোস্টার। সেখানে মনোনয়ন প্রত্যাশী ও দলীয় নেতাদের ছবিও দেখা যাচ্ছে। এদিকে সরকার প্রধানের এই সফর ঘিরে শহরের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১