আপডেট : ০২ November ২০১৮
ময়মনসিংহে ১৯৫টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার বিকেলে সার্কিট হাউজ মাঠে তিনি প্রকল্পগুলোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর আগে শুক্রবার দুপুরে হেলিকপ্টারযোগে তিনি ময়মনসিংহ পৌঁছান। নতুন বিভাগীয় এ শহরে বিভিন্ন দপ্তরের ভিত্তিফলক স্থাপন, শহরের কেওয়াটখালিতে ব্রহ্মপুত্র নদের উপর সেতু নির্মাণসহ ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর ও নেত্রকোণায় ১০১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং আরও ৯৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ৯৪টি উন্নয়ন প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ময়মনসিংহ বিভাগের নতুন বিভাগীয় কমিশনারের কার্যালয়, রেঞ্জ ডিআইজির কার্যালয়, বিভাগীয় সার্কিট হাউজ, বঙ্গবন্ধু নভোথিয়েটার, বিভাগীয় স্টেডিয়াম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, আরআরএফ-ময়মনসিংহ রেঞ্জ, পুরান ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্পসহ অনেক প্রকল্প। এর আগে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ভিত্তিপ্রস্তর স্থাপনযোগ্য এসব উন্নয়ন প্রকল্পের তালিকা চূড়ান্ত করা হয়। এছাড়াও ময়মনসিংহ জেলায় ৩৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের নির্মাণ প্রকল্প, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, গৌরীপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন, সদর উপজেলার সিরতায় ডা. মুশফিকুর রহমান শুভ মেমোরিয়াল ইসলামিক মিশন হাসপাতাল, নান্দাইল উপজেলায় মডেল মসজিদ নির্মাণ, হালুয়াঘাট উপজেলায় মডেল মসজিদ, ধোবাউড়া উপজেলায় মডেল মসজিদ ও জেলার হাইটেক পার্ক। পাশাপাশি নেত্রকোনা ও জামালপুরেও বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এর আগে, ২০১৬ সালের ১৩ অক্টোবর ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা নিয়ে দেশের অষ্টম বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন দেয় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। ওই বছরের ১৪ অক্টোবর সরকার ময়মনসিংহ বিভাগ গঠন করে গেজেট প্রকাশ করে। এরপর সম্প্রতি ময়মনসিংহ পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তর করে গেজেট প্রকাশ করা হয়। ময়মনসিংহ দেশের অষ্টম বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর বিভাগীয় শহরটিতে এই প্রথম সফর করেন তিনি। ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে শহরের প্রতিটি সড়ক সাজানো হয়েছে বর্ণিল সাজে। প্রতিটি রাস্তায় দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে ব্যানার, ফেস্টুন ও পোস্টার। সেখানে মনোনয়ন প্রত্যাশী ও দলীয় নেতাদের ছবিও দেখা যাচ্ছে। এদিকে সরকার প্রধানের এই সফর ঘিরে শহরের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। এর আগে, ২০১৩ সালের ৩ জানুয়ারি ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে শেষবারের মতো জনসভায় ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১