বাংলাদেশের খবর

আপডেট : ০২ November ২০১৮

মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ ১০ কোটি টাকার ভবন উদ্বোধন

নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ছবি : বাংলাদেশের খবর


বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে ১ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিভিন্ন বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। শুক্রবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ৩টি প্রাথমিক ও ৩টি মাধ্যমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন করেন, দিনাজপুর-৬ আসনের সংসদ এমপি শিবলী সাদিক। দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক সংলগ্ন ৪ তলা এ ভবন উদ্বোধন অনুষ্ঠানে এম,পি শিবলী সাদিক বলেন, ‘বর্তমান সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার হওয়ায় মুক্তিযোদ্ধাদের সব ধরণের সুযোগ সুবিধা ও তাদের জন্য উপজেলা পর্যায়ে নতুন ভবন তৈরী করেছেন’।

এ সময় তার সঙ্গে ছিলেন, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী সরকার, সহকারী পুলিশ সুপার মিথুন সরকার, উপজেলা প্রকৌশলী মাহমুদ জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাড়ু গোপাল কু্লু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি আবু হেনা মোঃ মোস্তফা কামাল প্রমূখ।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১