বাংলাদেশের খবর

আপডেট : ০২ November ২০১৮

দেশের বাজারে শাওমির পোকোফোন এফ ওয়ান

শাওমির পোকোফোন এফ ওয়ান সংগৃহীত ছবি


শাওমির আলোচিত স্মার্টফোন পোকো এফ ওয়ান এবার এলো বাংলাদেশের বাজারে। স্মার্টফোনটির নিখুঁত পারফরম্যান্স ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দিতে সক্ষম হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

পোকো এফ ওয়ানে থাকছে হাইএন্ড ফ্ল্যাগশিপ ফোনের সব ফিচার। তবে ফোনটি কেনা যাবে একই রেঞ্জের অন্যান্য স্মার্টফোনের তুলনায় বেশ কম দামে। এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট। গরম হওয়ার হাত থেকে রক্ষা করতে ফোনটিতে আছে লিকুইড কুলিং সিস্টেম যা প্রচলিত অন্যান্য কুলিং সিস্টেম থেকে বেশি কার্যকর। অন্যান্য ফিচারের মধ্যে আছে ৬ জিবি র্যাম, ৬৪ গিগাবাইট স্টোরেজ ক্যাপাসিটি। থাকছে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা একবার চার্জ দিলে টানা ৮ ঘণ্টা পর্যন্ত গেম খেলা যাবে। ফোনটিতে আছে ২০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, যাতে সুপার পিক্সেল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

১১ নভেম্বর থেকে ই-কমার্স সাইট দারাজে পাওয়া যাবে পোকোফোন এফ ওয়ান। এর দাম নির্ধারণ করা হয়েছে ২৯ হাজার ৯৯৯ টাকা। তবে বিশেষ অফারে এটি কেনা যাবে ২৪ হাজার ৯৯৯ টাকায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১