আপডেট : ০২ November ২০১৮
ফেসবুকের মালিকানাধীন ইন্সট্যান্ট মেসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে বিজ্ঞাপন। প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট ক্রিস ড্যানিয়েলস বুধবার এ তথ্য জানিয়েছেন। অ্যাপের স্ট্যাটাস ফিচারটির মধ্যে এ বিজ্ঞাপন দেখানো হবে। এর মাধ্যমে প্রথমবারের মতো আয়ের পথে পা বাড়াচ্ছে হোয়াটসঅ্যাপ। তবে কবে নাগাদ অ্যাপটিতে বিজ্ঞাপন দেখানো শুরু হবে সে বিষয়ে কিছু জানাননি এ কর্মকর্তা। হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন যুক্ত করা হবে, কিছুদিন ধরেই বিভিন্ন সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশ করা হচ্ছিল। এসব প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকের বিজ্ঞাপন সিস্টেম থেকেই হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন আসবে। এর আগে বিজ্ঞাপন যুক্ত করার জের ধরে হোয়াটসঅ্যাপের একাধিক ভাইস প্রেসিডেন্ট প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেছেন। এর কারণ হিসেবে ফোর্বস জানিয়েছে, অ্যাপটি থেকে দ্রুত আয়ের পথ খুলতে তোড়জোড় চালাচ্ছিলেন মার্ক জাকারবার্গ। চার বছর আগে ১৯ বিলিয়ন ডলারে হোয়াটসঅ্যাপ কিনে নিয়েছিল ফেসবুক। বর্তমানে বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী আছে প্রায় ১৫০ কোটি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১