বাংলাদেশের খবর

আপডেট : ০২ November ২০১৮

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

কুমিল্লায় চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মারা গেচেন সবার পরিচিত ‘পাগলা সুমন’ ছবি : চৌদ্দগ্রাম প্রতিনিধি


কুমিল্লায় চৌদ্দগ্রামে গাড়ির ধাক্কায় মোঃ সুমন নামের এক যুবক নিহত হয়েছেন। কিছুটা মানসিক ভারসাম্যহীন সুমন যুবকদের কাছে ‘পাগলা সুমন’ নামেই পরিচিত। তিনি পৌর এলাকার পূর্ব চাঁন্দিশকরা মসজিদের পাশেই থাকতো।

শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ট্রেনিং সেন্টার এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় এ দূর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় প্রতিদিনই সকাল ও বিকালে যুবকদেরকে ইট নিয়ে দৌঁড়াত সুমন। যুবকরাও মজা করে তাকে উসকে দিতো। শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় সুমনের মৃত্যুর খবরে যুবকরা ফেসবুকে শোক প্রকাশ করে। তার পরিচয় যুবকরা জানতো না।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই বেলায়েত হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে লাশটি উদ্ধার করি। তবে তার সঠিক পরিচয় কেউ দিতে পারেনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১