আপডেট : ০২ November ২০১৮
জয়া আহসান প্রযোজিত সরকারি অনুদানের ছবি ‘দেবী’ মুক্তি পেয়েছিল ১৯ অক্টোবর। সারা দেশে ২৮টি হলে মুক্তি পেয়েছিল ছবিটি। মুক্তির আগে থেকেই ভিন্নধর্মী প্রচার এবং গল্পের খাতিরে দর্শকের আগ্রহের শীর্ষে ছিল ছবিটি। মুক্তির পরও বিভিন্ন হলে দর্শকের চাহিদা দেখা গেছে ছবিটি নিয়ে। ২৮টি হল নিয়ে শুরু করলেও মুক্তির তৃতীয় সপ্তাহে এসে হলসংখ্যা বেড়েছে ছবিটির। প্রযোজনা প্রতিষ্ঠান সি তে সিনেমা সূত্রে জানা গেছে, আজ সারা দেশে ৫০টি হলে মুক্তি পাচ্ছে ছবিটি। এর আগে দ্বিতীয় সপ্তাহে ৩৫টি হলে চলেছিল ছবিটি। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। ছবিতে মিসির আলী চরিত্রে চঞ্চল চৌধুরী, রানু চরিত্রে জয়া আহসান এবং নীলু চরিত্রে শবনম ফারিয়াকে দেখা গেছে। এ ছাড়া আরো অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ যাকের প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১