বাংলাদেশের খবর

আপডেট : ০২ November ২০১৮

আসছে মমর শেষ বিকেলের কাব্য

অভিনেত্রী জাকিয়া বারী মম সংগৃহীত ছবি


‘শেষ বিকেলের কাব্য’ শিরোনামের নতুন একটি নাটকে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। আহমেদ ফারুকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ। সম্প্রতি সম্পন্ন হয়েছে নাটকটির চিত্রায়ণ।

নাটকের গল্পে দেখা যাবে, মিরোভা থাকে ইংল্যান্ডে। মিরোভা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড হোল্ডার, তার অ্যাকাউন্টে কত পাউন্ড আছে তা সে নিজেও জানে না। নেটে পরিচয় হয় ইমরান বাবুর সঙ্গে। তাদের মাঝে বন্ধুত্ব ও ভালোবাসা তৈরি হয়। মিরোভা বাংলাদেশে এসে ইমরানকে হোটেল বানানো ও জমি কেনার জন্য টাকা দেয়। ইমরানকে বিশ্বাস করে ক্রেডিট কার্ডের পাসওয়ার্ডও দিয়ে দেয়। একদিন রাতে মিরোভাকে বিষ মেশানো চা পান করিয়ে হত্যার চেষ্টা করা হয়। মিরোভা বুঝতে পারে ইমরান তাকে নয়, তার টাকাকে ভালোবাসে।

‘শেষ বিকেলের কাব্য’ নাটকে মিরোভা চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। ইমরান বাবু চরিত্রে দেখা যাবে এস এন জনিকে। খুব শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের কথা রয়েছে নাটকটির। এমনটাই জানিয়েছেন নাটকের পরিচালক কাজী সাইফ আহমেদ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১