আপডেট : ০২ November ২০১৮
শুভ এবং মিতার নতুন সংসার। বিয়ের আগে ওরা দুজন দুজনকে ভালোবাসত। তাদের সংসার ভালোই চলতে থাকে। হঠাৎ নওরিন লন্ডন থেকে এসে শুভর সঙ্গে দেখা করে। ছোটবেলায় তারা একসঙ্গে বড় হয়েছে। নওরিন তার আগের পরিচয় না জানিয়ে শুভর সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করতে থাকে। এই বিষয়টি বাড়িওয়ালার ছেলে পিন্টুর চোখ পড়ে। সে যথারীতি বিষয়টি মিতার কাছে বলে দেয়। এই নিয়ে দুজনের মধ্যে টানাপড়েন শুরু হয়। একপর্যায়ে ঝগড়া এমন রূপ ধারণ করে যে মিতা সংসার না করার সিদ্ধান্ত নেয়। এক দিন নওরিন মিতাকে চ্যালেঞ্জ করে। তার পর গল্প মোড় নেয় অন্যদিকে। এমন গল্পেই নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘শেষ দেখার পরে’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সঞ্জিত সরকার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, ফারহানা মিলি, নাফিজা জাহান, তারিক স্বপন, শফিক খান দিলু, পারভেজ আক্তার প্রমুখ। আজ রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে নাটকটি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১