আপডেট : ০২ November ২০১৮
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সঙ্গে আজ শুক্রবার সংলাপে বসছে যুক্তফ্রন্ট। এই সংলাপে নেতৃত্ব দেবেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার সভাপতি অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরী। গত ৩০ অক্টোবর অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী সংলাপে আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লেখেন। একই দিন সেই চিঠি শেখ হাসিনা গ্রহণ করে বিকল্পধারাকে আগামী ২ নভেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সংলাপের জন্য গণভবনে আমন্ত্রণ জানান। শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ ও আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল বি. চৌধুরীর বারিধারার বাসভবন মায়া-বিতে গিয়ে শেখ হাসিনার চিঠি বি. চৌধুরীর কাছে হস্তান্তর করেন। গতকাল জাতীয় ঐক্যফ্রন্ট গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যে সংলাপ করেন তাতে তারা রাতের খাবার বর্জন করেন। তবে বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান বলেছেন, তারা সংলাপে যাবেন। সেখানে তারা অবশ্যই খাবেন। তারা ডাল-ভাত খেতে যাবেন। ১৭ রকম খাবার খাবেন না। ডাল, ভাত, মাছ খাব। লাল রুটি খাব।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১