আপডেট : ০২ November ২০১৮
জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগ ও ১৪ দলের নেতাদের সংলাপ গতকাল সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে শুরু হয়। রাত ৯টা ৫০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত সংলাপ চলছিল। সংলাপের শুরুতে ফ্রন্ট নেতাদের স্বাগত জানিয়ে দেওয়া সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ফ্রন্টের সদস্যরা প্রত্যেকে দুই মিনিট করে বক্তব্য রাখেন। সংলাপে অংশ নিতে সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে ফ্রন্টের প্রতিনিধিদলের সদস্যরা গণভবনে পৌঁছান। এ সময় ফ্রন্টের নেতাদের স্বাগত জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন ও এপিএস-২ সাইফুজ্জামান শিখর। এর আগে বিকাল ৫টা ২০ মিনিটে বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসভবন থেকে মোট ১০টি গাড়িতে করে গণভবনে উদ্দেশে রওনা হন তারা। শেষ মুহূর্তে সংলাপে যোগ দেননি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তবে কি কারণে তিনি যোগ দেননি তা জানা যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। গয়েসশ্বর চন্দ্রের একান্ত সহকারি মো. আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, স্যার কি কারণে তা আমাকে জানানো হয়নি। স্যার এখন কোথায় আছেন তাও আমি জানি না। এদিকে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না সংলাপে যোগ দিতে গণভবনে পৌঁছান আনুষ্ঠানিক সংলাপ শুরু হওয়ার ৮ মিনিট পরে। ড. কামালের বাসা থেকে গাড়ি বহরে গেলেও রাস্তার জানজটে পড়ে তার বিলম্ব হয়। জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপের পর আজ ২ নভেম্বর শুক্রবার সংলাপে যোগ দেবেন বিকল্পধারার সভাপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান প্রফেসর একিউএম বদরুদ্দোজা চৌধুরী। আগামী ৫ নভেম্বর সংলাপে যোগ দেবে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১