বাংলাদেশের খবর

আপডেট : ০১ November ২০১৮

প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে : এমপি জিল্লুল হাকিম

কর্মী সমাবেশে বক্তব্য রাখছেন এমপি জিল্লুল হাকিম ছবি : বাংলাদেশের খবর


রাজবাড়ীর কালুখালীতে রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে কর্মী সমাবেশে জেলা আওয়ামী লীগর সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেছেন,  ‘প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। উন্নয়নের ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় রাজবাড়ী-২ আসন পাংশা, কালুখালী ও বালিয়াকান্দির নির্বাচনী এলাকায় বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠান, ব্রিজ-কালভার্ট, রাস্তা-ঘাট সহ ব্যপক উন্নয়ন হয়েছে। বর্তমান উন্নয়নের ধারা অব্যাহত ও দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করার জন্য  সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’। আজ ১ নভেম্বর বিকেলে রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোন্দকার আনিছুল হক বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোর্শেদ আরজ, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও  উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সামছুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম খায়ের, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মোঃ আরাফাত হোসেন, জাকির হোসেন মোল্লা, আঃ রশিদ।

এছাড়াও রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম শাহ আজিজের সঞ্চালনায়  রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভিন নিলুফা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তনয় চক্রবর্তী শম্ভু, সাবেক ইউপি সদস্য মোঃ জয়নাল আবেদীন, আমিরুল কাজী, মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাতেমা খাতুন, উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান চৌধুরী মবি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুমন, রতনদিয়া ইউপি ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন প্রমূখ বক্তব্য রাখেন।

বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগের কয়েকশ নেতা-কর্মী সমাবেশে অংশ নেয়। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১