আপডেট : ০১ November ২০১৮
রাজবাড়ীর গোয়ালন্দে রবি ও খরিপ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদফতরের উদ্যোগে বৃহস্পতিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলা জেলা পরিষদ চত্ত্বরে বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার শিকদার মো. মোহায়মেন আক্তারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়ত শিপলু বলেন, ‘আমাদের দেশের মাটিতে বীজ ফেললে সোনার ফসল ফলে। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। তাই কৃষকদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ, সার ও কৃষি উপকরণ সরবরাহ করছে’।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১