বাংলাদেশের খবর

আপডেট : ০১ November ২০১৮

ঈশ্বরদীতে বিদ্যুৎস্পর্শে স্কুল ছাত্রের মৃত্যু

মানচিত্রে ঈশ্বরদী সংগৃহীত ছবি


ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি

ঈশ্বরদীতে এক স্কুলছাত্র বিদ্যুৎ স্পর্শ হয়ে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। মৃত স্কুল ছাত্রের নাম জুবায়ের হোসেন (১০)। বৃহস্পতিবার সকালে ঈশ্বরদীর  দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর বাজার সংলগ্ন বাগবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সরদার জানান, সকালে পাশের ঘরে মা ও বোন রান্না করছিলেন। সবার অনুপস্থিতিতে ঘরের ভেতরই এ দুর্ঘটনা ঘটে। পরে বড় বোন ঘরে ঢুকে মেঝেতে জুবায়েরকে পড়ে থাকতে দেখে চিৎকার করলে বাড়ির লোকজন ঘরে এসে তাকে বৈদ্যুতিক তারে জড়িয়ে থাকতে দেখে। দ্রুত উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জুবায়ের হোসেন বাগবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র এবং প্রবাসী জয়নাল হোসেনের ছোট ছেলে। ঈশ্বরদী থানার ওসি আজিম উদ্দিন জানান, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি ইউডি মামলা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১