বাংলাদেশের খবর

আপডেট : ০১ November ২০১৮

নরসিংদীতে খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে বিএনপির গণঅনশন

খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায়ের প্রতিবাদে নরসিংদীতে গণঅনশন কর্মসূচি পালন করা হয় ছবি : বাংলাদেশের খবর


বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলার রায়ের প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে গণঅনশন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকাল চারটা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। শহরের চিনিশপুরে নরসিংদী জেলা বিএনপির অস্থায়ী কর্যালয়ের সামনে এ গণঅনশন কর্মসূচি পালন করা হয়। বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে গন অনশনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মঞ্জুর এলাহী, সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাষ্টার, সদর থানা বিএনপির সভাপতি সালেহ চৌধুরী, দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, রায়পুরা উপজেলা বিএনপির সদস্য রফিকুল আমিন ভূইয়া রোহেল, মৎসজীবি দলের সভাপতি হাবিবুর রহমান মিলনসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১