বাংলাদেশের খবর

আপডেট : ০১ November ২০১৮

চাঁদপুরের ৪ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উপলক্ষে শোভাযাত্রা

চাঁদপুরের চারটি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ছবি: বাংলাদেশের খবর


প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে দেশের ১০৬টি উপজেলার সঙ্গে চাঁদপুরের ২টি সংসদীয় আসন, চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দিয়েছেন। এ আনন্দঘণ মূহুর্তকে স্মরণীয় করে রাখতে চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

আজ বৃহস্পতিবার চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মো. জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছিরউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ আবু নঈম পাটওয়ারী, উপ-সচিব শওকত ওসমান,  চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম কেফায়েত উল্যাহ, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম আবু তাহের, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন, শাহরাস্তি পৌরসভার মেয়র আলহাজ¦ আবদুল লতিফ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল পাটওয়ারী, সাধারন সম্পাদক মির্জা জাকির, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান খান প্রমুখ।

শতভাগ বিদ্যুতায়ন চার উপজেলা হল- চাঁদপুর সদর, হাইমচর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১