বাংলাদেশের খবর

আপডেট : ০১ November ২০১৮

বিরামপুরে নাশকতা মামলার আসামীসহ গ্রেফতার পাঁচ

মানচিত্রে দিনাজপুর সংগৃহীত ছবি


দিনাজপুরের বিরামপুর উপজেলায় বিশেষ পুলিশের অভিযানে নাশকতা মামলার আসামীসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক নাশকতা মামলার আসামী হলেন জামায়াত নেতা বোরহানুল ইসলাম বিদ্যুৎ (৫৫)। সে পৌর শহরের আদর্শ হাইস্কুলের সহকারী শিক্ষক। আটককৃত অন্যান্যরা হলেন, জুয়েল মিয়া (২০), রিপন সরেন (১৯), সাব্বির রহমান (২১), খোরশেদ আলম(৩৫)। বিরামপুর থানার অফিসার ইনচার্জ  মনিরুজ্জামান আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত নেতা নাশকতা মামলার আসামীসহ পৃথক মামলায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়। এ সময়, তাদের কাছ থেকে ৫২ পিচ নেশার অ্যাম্পল, ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে তাদের দিনাজপুর কারাগারে পাঠানো হয়।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১