বাংলাদেশের খবর

আপডেট : ০১ November ২০১৮

অধরার ‘জবানবন্দি’

চিত্রনায়িকা অধরা খান সংগৃহীত ছবি


চিত্রনায়িকা অধরা খান। নবাগত হিসেবে কিছুটা হলেও পূরণ করতে পেরেছেন দর্শকের চাহিদা। এবার এ নায়িকাকে নিয়ে ‘জবানবন্দি’ শিরোনামের নতুন একটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রযোজক শরীফ চৌধুরী।

শরীফ চৌধুরী বলেন, ‘নায়িকা হিসেবে দর্শকের কাছে অধরা খানের রেসপন্স খুব ভালো ছিল। তাই আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এ ছবিতে অধরা খানকে কাস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবির নায়ক, পরিচালক ও অন্যান্য শিল্পী কারা থাকছেন তা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।’

‘জবানবন্দি’ ছবির চিত্রায়ণ কবে থেকে শুরু হবে জানতে চাইলে শরীফ চৌধুরী বলেন, ‘নতুন বছরে আমরা ছবির কাজ শুরু করব। ফেব্রুয়ারির শেষের দিকে চিত্রায়ণ শুরু করার পরিকল্পনা আছে।’

নতুন ছবি প্রসঙ্গে জানতে চাইলে অধরা খান বাংলাদেশের খবরকে বলেন, ‘ছবিতে অভিনয়ের ব্যাপারে আমাকে এখনো তেমন কিছুই জানানো হয়নি। তবে আমি আনন্দিত যে প্রযোজক আমার ওপর আস্থা রেখেছেন।’

শরীফ চৌধুরী প্রযোজিত ‘মাতাল’ ছবিতেও অভিনয় করেছিলেন অধরা খান। এ ছবিতে অধরার বিপরীতে চিত্রনায়ক সাইমন সাদিককে দেখা গেছে। ছবিটি সারা দেশে ৭৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এ ছাড়া মোহাম্মাদ মিজানুর রহমান প্রযোজিত ‘ড্রিমগার্ল’ এবং শাহীন সুমন পরিচালিত ‘বখাটে’ ছবিতে অভিনয়ের কথা রয়েছে অধরার। এর আগে, ১৯ অক্টোবর ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় অধরার। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১