আপডেট : ৩১ October ২০১৮
জাহাঙ্গীর হোসেন জুয়েল, কুষ্টিয়া সদর কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের গেটপাড়া গ্রামের মৃত মসলেম উদ্দিন মণ্ডলের ছেলে মামুনকে সবাই এখন মধু মামুন বলে ডাকেন। এ বছর মামুন দেশের বিভিন্ন মাঠে ১২০টি বাক্সে মধুর খামার করেছেন। তিনি জানান, আমার খামার থেকে এখন প্রতি তিন মাস পর ৩০০ কেজি করে মধু অস্ট্রেলিয়ায় পাঠানো হচ্ছে। বাণিজ্যিকভাবে মধুর খামার দিয়ে এখন তিনি স্বাবলম্বী। মধুচাষে কোনো প্রশিক্ষণ তার ছিল না। তবু সাহস করে ১৯৯৭ সালে মাত্র ৪টি মধুর বাক্স নিয়ে শুরু করেন মধুচাষ। এখন তার খামারে রয়েছে দুই শতাধিক মধুর বাক্স, যেগুলোর প্রতিটির দাম ৭-৮ হাজার টাকা। তার খামারে বছরে ৯-১০ টন মধু উৎপাদন হয়। এসব মধু দেশের বিভিন্ন স্থানে পাঠানোর পাশাপাশি অস্ট্রেলিয়ায়ও রফতানি করেন তিনি। মামুন বলেন, শখের বসেই ১৯৯৭ সালে ২ হাজার ৬০০ টাকা দিয়ে মাত্র ৪টি মধুর বাক্স কিনে সরিষা ফুলের মধু সংগ্রহ শুরু করি। ১৯৯৮ সালে মাস্টার্স পাস করলেও চাকরির আশা না করে বাণিজ্যিকভাবে মধুচাষ শুরু করি। বর্তমানে আমার খামারে ৪ জন কর্মচারী। সারা বছরই মধু উৎপাদন করেন। ২০১৫-১৬ বছরে ৯ টন এবং ২০১৬-১৭ বছরে ১০ টন মধু পেয়েছি। এ বছর আরো বেশি মধু পাওয়ার আশা করছি। কুষ্টিয়ার মিরপুর ও সদরের বিত্তিপাড়া, নাটোরের গুরুদাসপুর ও চলনবিল, শরীয়তপুর, মাদারীপুরসহ বিভিন্ন স্থানে খামারের মাধ্যমে মধু সংগ্রহ করি। নভেম্বর থেকে কুষ্টিয়ার মিরপুর ও বিত্তিপাড়া এবং নাটোরের চলনবিলের সরিষা ফুলের মধু, এরপর কালজিরা ফুলের মধু এবং সবশেষে শরীয়তপুরের কালজিরার মধু ও নাটোরের গুরুদাসপুরের লিচু ফুলের মধু সংগ্রহ করি। মিরপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ মধুচাষি মামুনের বাড়িতে উপস্থিত থেকে ৩০০ কেজি মধু আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়াপ্রবাসী তৌসিফ ইমতাজ রহমানের কাছে পাঠান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রমেশচন্দ্র ঘোষ, বিআরডিপি প্রজেক্ট অফিসার আবদুর রাজ্জাক, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাহার আলী প্রমুখ। মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা রমেশচন্দ্র ঘোষ জানান, উপজেলার মডেল মৌ-খামারি মামুন মধুর চাষ করে স্বাবলম্বী হয়েছেন। তার সাফল্য দেখে আরো অনেকেই বাণিজ্যিকভাবে মধুচাষে আগ্রহী হচ্ছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১