আপডেট : ৩১ October ২০১৮
রীতা গুপ্তা, ফুলবাড়ী (দিনাজপুর) দিনাজপুরের ফুলবাড়ীর কৃষকরা এখন মহাব্যস্ত শীতকালীন সবজি আবাদে। উপজেলার মোট আবাদি কৃষিজমির প্রায় এক-চতুর্থাংশেই আবাদ হয় শাকসবজি। প্রতি বছর শীত মৌসুম শুরুর আগে এই এক-চতুর্থাংশ জমির সবটাতেই চলে শীতকালীন সবজি আবাদ। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, উপজেলায় মোট আবাদি জমির পরিমাণ ১৯ হাজার ৯৭ হেক্টর। এর মধ্যে গ্রীষ্মকালীন সবজির বাইরে শুধু শীতকালীন সবজি আবাদ হয় প্রায় পাঁচ হাজার হেক্টরে। এ সময় সবচেয়ে বেশি আবাদ হয় ফুলকপি, বাঁধাকপি, পটোল, মূলা, বেগুন, টমেটো, শিম, পুঁইশাক, লালশাক, পালংশাক, গাজর, শালগম ইত্যাদি। শীতকালীন সবজি আবাদের জন্য উপজেলার উত্তর ও দক্ষিণ কৃষ্ণপুর, ভিমলপুর, পাঠকপাড়া, অম্রবাড়ি, লালপুর, মহদীপুর, পলিপাড়া, হরহরিয়া, গোয়ালপাড়া ও গোপালপুরসহ বিভিন্ন গ্রামে এখন সবজি আবাদের ব্যস্ততা চোখে পড়ার মতো। কাকডাকা ভোর থেকে সন্ধ্যা অবধি কৃষক-কিষাণি সবাই সবুজ-লালকে সবজি গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামীম আশরাফ বলেন, উপজেলা কৃষকরা এখন সবজি আবাদে ব্যস্ত। এ বছর সব ধরনের সবজির আবাদে ফলন ভালো হওয়ার আশা করছেন তারা। তবে আবাদ করা সব ধরনের সবজি আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১