আপডেট : ৩১ October ২০১৮
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে বন্দুকযুদ্ধের দুই ঘটনায় দুইজন নিহত হয়েছে। পুলিশ কর্মকর্তাদের ভাষ্য, মঙ্গলবার গভীর রাতে কুষ্টিয়ার সদর উপজেলার কবুরহাট এবং দৌলতপুর উপজেলার বাঁধের বাজার এলাকার মুসলিমনগর মাঠে গোলাগুলির ঘটনাগুলো ঘটে। কুষ্টিয়া মডেল থানার ওসি নাছির উদ্দিন বলেন, ‘রাত ২টার দিকে কবুরহাটের মাদ্রাসাপাড়া জিকে ক্যানেলের পাশে মাদক চোরাকারবারিদের অবস্থানের খবর পেয়ে পুলিশের একটি দল সেখান যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যাক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দাবি করেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি ও ৮০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমানসহ চার পুলিশ সদস্যও আহত হয়েছেন। দৌলতপুর থানার ওসি শাহ দারা খান বলেন, ‘বাঁধের বাজার এলাকার মুসলিমনগর মাঠে দুইদল মাদক কারবারির গোলাগুলির খবর পেয়ে পুলিশের একটি দল রাত ৩টার দিকে সেখানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পাওয়া গেলে পুলিশ তাকে দৌলতপুর হাসাপতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষাণা করেন।’ পুলিশ বলছে, নিহত মদন (৪৫) কুষ্টিয়ার সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের রিফাজ উদ্দিনে ছেলে। তার বিরুদ্ধে মাদক চোরাচালানসহ বিভিন্ন অভিযোগে দেড় ডজনের বেশি মামলা রয়েছে থানায়। ওসি দারা খান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, ৯০০ ইয়াবা ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১