আপডেট : ৩০ October ২০১৮
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের সাফল্য, জনপ্রিয়তা ও গুরুত্ব সম্পর্কে সর্বসাধারণকে অবহিত করার লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হয়। আজ মঙ্গলবার দিনভর আয়োজিত উৎসবের মধ্যে ছিলো র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা ও শিক্ষার্থীদের জন্য প্রতিযোগীতামূলক নানা অনুষ্ঠান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। পরে এমপি তৌফিক একটি বাড়ি, একটি খামার প্রকল্পের ঋণ গ্রহীতাদের মাঝে ঋণ বিতরণ করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম জেমস, অষ্টগ্রাম সরকারী রোটারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজতাবা আরিফ খান, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব ও মহিলা ভাইস চেয়ারম্যান সালুয়া ঠাকুরসহ প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১