বাংলাদেশের খবর

আপডেট : ৩০ October ২০১৮

গোপালগঞ্জে দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ও উন্নয়ন মেলা


গোপালগঞ্জে সাংস্কৃতিক উৎসব ও উন্নয়ন মেলা উপলক্ষে শোভাযাত্রা ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক মন্ত্রাণালয়ের সহযোগীতায় গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।

'সৃজনে উন্নয়নে বাংলাদেশ' এ- স্লোগান নিয়ে আজ মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমী চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ রুহুল আমীন, সহকারী কমিশনার (ভুমি) শাহাদৎ হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারমান তাসবিরুল হুদা বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার বেগম বক্তব্য রাখেন।

জেলা শিল্পকলা একাডেমী চত্ত্বরে দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় ১৩টি স্টলে বিভিন্ন সরকারী দফতরের উন্নয়ন চিত্র তুলে ধরা হয়েছে। এছাড়া বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান, তথ্যচিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১