আপডেট : ৩০ October ২০১৮
গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি এবং বেকারির বিভিন্ন সামগ্রী তৈরির অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মাঈন উদ্দিন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মাঈন উদ্দিন জানান, মঙ্গলবার সকালে কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি এবং বেকারির বিভিন্ন সামগ্রী তৈরি করার অপরাধে নিরাপদ খাদ্য আইনে নয়ন সুইটমিটের নয়ন মোল্যাকে ৫ হাজার, শামাউন সুইটমিটের শামাউন মোল্যাকে ৫ হাজার, তরিকুল সুইটমিটের তরিকুল ইসলামকে ৫ হাজার, আসিফ কনফেকশনারির আসিফ রহমানকে ৫ হাজার ও মুন স্টার ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির ফরহাদ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি জানান, খাদ্যে ভেজাল রোধে আগামীতেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতকে কাশিয়ানী থানা পুলিশ সহায়তা করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১