আপডেট : ৩০ October ২০১৮
চট্টগ্রামের খুলশী থানার ঝাউতলা রেলস্টেশনে শাটলট্রেনে কাটা পড়ে রাকিব হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আসা শাটলট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়। চট্টগ্রাম রেলওয়ে থানার ওসিমোস্তাফিজ ভূঁইয়া জানান,বিকেল ৩টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আসা শাটলট্রেন স্টেশন এলাকায় প্রবেশের সময় রেললাইনের উপর হাটছিলেন রাকিব। এ সময় তার কানে হেডফোন ছিল। দ্রুত গতিতে আসা ট্রেনের হুইসেল তিনি শুনতে পাননি। একপর্যায়ে তিনি ট্রেনের নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, নিহত রাকিব হোসেন নাসিরাবাদ পলিটেকনিক সংলগ্ন রুপসী হাউজিং এলাকায় মুদি দোকানের কর্মচারী ছিলেন। তার বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ মুঞ্জা এলাকা। তার বাবার নাম জাফর আহমদ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১