আপডেট : ৩০ October ২০১৮
জয়পুরহাট ২০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনস্থ বাসুদেবপুর ক্যাম্পের সদস্যরা হিলি সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকারের প্রায় ১ কোটি ৫৭ লক্ষ টাকার মালামাল উদ্ধার করেছে। উদ্ধারকৃত পণ্যের মধ্যে ছিল ভারতীয় উন্নত মানের শাড়ি-চাদর, গরু মোটাতাজা করণের ট্যাবলেট, বেবি সোপ ও বেবি অয়েল। ক্যাম্প কমান্ডার চাঁন মিয়া জানান, গতকাল সোমবার দিবাগত রাতে কয়েকজন চোরাকারবারি ভারত থেকে পণ্যগুলো পাচার করে মটরসাইকেল যোগে দেশের অভ্যন্তরে প্রবেশ করার সময় ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে সেগুলো ফেলে তারা পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত পণ্য গুলো হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১