বাংলাদেশের খবর

আপডেট : ৩০ October ২০১৮

চৌদ্দগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত

চৌদ্দগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত প্রতীকী ছবি


কুমিল্লার চৌদ্দগ্রামে দ্রুতগামী হাইয়েস মাইক্রোবাসের চাপায় শাহেনা বেগম (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।

মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাটিমী রাস্তার মাথা এলাকায় রাস্তা মাথায় এ ঘটনা ঘটে। মিয়াবাজার পুলিশ ফাঁড়ির এসআই আবুল হোসেন তথ্যটি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, শাহেনা বেগম লাটিমী এলাকায় সড়ক পার হচ্ছিলেন। হঠাৎ ঢাকাগামী দ্রুতগামী হাইয়েস মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার শেষে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তৃব্যরত চিকিৎসক শাহেনা বেগমকে মৃত ঘোষণা করেন। 

এসআই আবুল হোসেন জানান, ঘাতক মাইক্রোবাসটি আটক করা হয়েছে। 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১