বাংলাদেশের খবর

আপডেট : ৩০ October ২০১৮

৫৯ রানে ইনিংস ঘোষণা!

ঢাকা বিভাগের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন সালাউদ্দিন শাকিল সংগৃহীত ছবি


জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের প্রথম দিন গতকাল ঢাকা বিভাগের বিরুদ্ধে অদ্ভুত কাণ্ড করেছে ঢাকা মেট্রো। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৫৯ রানে ইনিংস ঘোষণা করেছে দলটি। এর পেছনে অবশ্য কারণও আছে। দ্বিতীয় স্তরে প্রথম চার ম্যাচ শেষে সবার ওপরে রয়েছে ঢাকা মেট্রো। প্রথম স্তরে যেতে হলে পয়েন্ট তালিকায় শীর্ষেই থাকতে হবে তাদের। ঢাকা বিভাগের সঙ্গে অল আউট হয়ে তাই বাড়তি পয়েন্ট দিতে চাননি আশরাফুলরা। ৫৯ রানে যখন ৮ উইকেটের পতন, দ্রুতই হয় ইনিংস ঘোষণা। জবাবে ঢাকা বিভাগ প্রথম দিনের খেলা শেষ করেছে ৩ উইকেটে ১৬৭ রান করে।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ক্রমাগত উইকেট হারাতে থাকে ঢাকা মেট্রো। কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি শাকিল ও সুমনের বোলিং তোপে। সর্বোচ্চ ১৪ রান করেন মোহাম্মদ আশরাফুল। শামসুর রহমান ১১ ও সৈকত আলী ১০ রান করেন। বাকিরা ছিলেন যাওয়া-আসার মধ্যে। ৫৯ রানে ৮ উইকেটের পতনের পর ইনিংস ঘোষণা করে ঢাকা মেট্রো। বল হাতে ঢাকা বিভাগের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন সালাউদ্দিন শাকিল। সুমন খান নেন তিন উইকেট।

ঢাকা বিভাগের হয়ে ব্যাট হাতে প্রথম দিন শেষে সর্বোচ্চ ৮৬ রানের ইনিংস খেলেন ওপেনার রনি তালুকদার। কপাল খারাপ সাইফ হোসেনের। ৪৯ রানে আউট তিনি। ক্রিজে শুভাগত হোম (৯) ও তৈয়বুর রহমান (৪) আছেন অপরাজিত। মেট্রোর হয়ে কাজী অনিক দুটি ও আরাফাত সানি একটি উইকেট নেন।

রংপুরে প্রথম স্তরের ম্যাচে রাজশাহীর বিরুদ্ধে দিন শেষে ৫ উইকেটে ২৩০ রান করেছে রংপুর বিভাগ। রংপুরের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন ওপেনার রাকিন আহমেদ। মাহমুদুল হাসান ৩৬, শুভ ১০ রান করেন। নাঈম হাসান (৬৩) ও ধীমান ঘোষ (১৩) আছেন ক্রিজে অপরাজিত। রাজশাহীর হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন সানজামুল ইসলাম। দেলোয়ার হোসেন নেন এক উইকেট।

অন্যদিকে বরিশালে বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি প্রথম স্তরের বরিশাল-খুলনা ম্যাচ। একই অবস্থা কক্সবাজারে চট্টগ্রাম-সিলেট দ্বিতীয় স্তরের ম্যাচেও।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১