আপডেট : ৩০ October ২০১৮
এবার যৌন হেনস্তা নিয়ে মুখ খুলেছেন তামিল মডেল ইয়াশিকা আনন্দ। দক্ষিণ ভারতের জনপ্রিয় এ তারকা সম্প্রতি চেন্নাইয়ে একটি ইভেন্টে অংশ নিয়ে তার জীবনে ঘটে যাওয়া যৌন হেনস্তার কথা জানিয়েছেন ইয়াশিকা। এমন সংবাদই প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে। প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, বিছানায় যাওয়ার বিনিময়ে এক জনপ্রিয় পরিচালক ইয়াশিকাকে তার ছবিতে কাস্টিং করতে চেয়েছিলেন। সেই পরিচালক সরাসরি ইয়াশিকার মায়ের কাছে এ প্রস্তাব দিয়েছিলেন। ইয়াশিকা বলেন, ‘একটি ছবির চিত্রায়ণ চলাকালে পরিচালক ও টিমের কিছু সদস্য তার সঙ্গে বাজে আচরণ করেছিলেন। তারা আমার কাছ থেকে যৌন সুবিধা চেয়েছিলেন। নারীদের উচিত যৌন হেনস্তাকারীদের বিরুদ্ধে মুখ খোলা। তাহলেই এ অপরাধ কমে আসবে। কাজের ক্ষেত্রে আমাদের নিরাপত্তা অবশ্যই দরকার। এর আগে, দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকের বিরুদ্ধেই যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। তাদের মধ্যে জনপ্রিয় মুখ বৈরামুথু, রাধা রবি, সুসি গনেশ ও জন বিজয়ের নাম উল্লেখযোগ্য। ভারতজুড়ে যৌন হেনস্তাকারীদের বিরুদ্ধে অভিযোগ বিচ্ছিন্নভাবে অনেকেই করে আসছিলেন। কিন্তু গত মাসে নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন তনুশ্রী দত্ত। তারপরই বিষয়টি মাথাচাড়া দিয়ে ওঠে গোটা ভারতে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১