আপডেট : ৩০ October ২০১৮
বিশ্বের অন্যতম বড় ম্যানগ্রোভ বন, দীর্ঘতম সমুদ্র সৈকতসহ অনেক দর্শনীয় স্থান রয়েছে এদেশে। মহাস্থানগড়, ময়নামতিতে রয়েছে হাজার হাজার বছরের ইতিহাস। মসলিন ও জামদানি শাড়ি আমাদের ঐতিহ্য। বাংলাদেশে প্রতিবছর লাখ লাখ পর্যটক আসেন এসব দেখতে। বিশ্বব্যাপী এসব তথ্য পৌঁছে দিতে তথা দেশের পর্যটন শিল্পের প্রসারে এসব নিয়ে ধারাবাহিক প্রামাণ্যচিত্র ‘একতারা পথে প্রান্তরে’ বিজয় টিভিতে সম্প্রচার হচ্ছে। ইতোমধ্যে ৭৫ পর্ব প্রচার হয়েছে। নাসিমুল ইসলাম নাসিম এ অনুষ্ঠানটি নির্মাণ করেছেন। তিনি বলেন, অনুষ্ঠানটি ইতোমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। বিজয় টিভি ছাড়াও বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটে এটি শেয়ার হচ্ছে। অনুষ্ঠানটি দেশের ঐতিহ্যকে বিশ্বব্যাপী তুলে ধরতে ভূমিকা রাখবে আশা করি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১