বাংলাদেশের খবর

আপডেট : ২৯ October ২০১৮

মারাত্মক অসুস্থ চামেলী

গুরুতর অসুস্থ চামেলী সংগৃহীত ছবি


বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মহিলা ক্রিকেটার চামেলী খাতুনকে হয়তো ভুলেই গেছে। ২০১১ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলা অলরাউন্ডার চামেলী গুরুতর অসুস্থ। তার সুচিকিৎসা প্রয়োজন।

রাজশাহী নগরীর দরগাপাড়া এলাকায় তার নাম বললেই যেকেউ চিনিয়ে দেবে তাদের বাড়ি। জরাজীর্ণ ছোট্ট একটি ঘর দেখে বোঝার উপায় নেই ১৯৯৯ থেকে ২০১১ পর্যন্ত ক্রিকেটার চামেলী দারুণ নৈপুণ্য দেখিয়েছেন জাতীয় পর্যায়ের অ্যাথলেটিকস আর ফুটবলেও। আট বছর আগে লিগামেন্ট ছিঁড়ে যাওয়াসহ মেরুদণ্ডে হাড়ের ব্যথা নিয়ে বর্তমানে মুমূর্ষু অবস্থায় আছেন তিনি।

অতিসত্বর দেশের বাইরে সার্জারির পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। যাতে প্রয়োজন প্রায় ১০ লাখ টাকা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১