আপডেট : ২৯ October ২০১৮
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন কট্টর ডানপন্থি নেতা জাইর বোলসোনারো। তার দল সোশ্যাল লিবারেল পার্টি পেয়েছে ৫৫ শতাংশ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থি নেতা ফার্নান্দো হাদ্দাদের ওয়ার্কার্স পার্টি পেয়েছে ৪৫ শতাংশ ভোট। এদিকে ২০১৯ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন সাবেক এই সেনা কর্মকর্তা। গতকাল রোববার দ্বিতীয় দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট প্রাপ্ত ভোটের ৯৯ শতাংশ গণনা করা হয়। বেসরকারিভাবে এরই মধ্যে নির্বাচিত হয়েছেন ৬৩ বছরের জাইর বোলসোনারো। অপরাধ ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করেছেন তিনি। তবে বিরোধীদের দাবি, কট্টর-ডানপন্থি সাবেক এই সেনা কর্মকর্তার উত্থানে লাতিন আমেরিকার বৃহত্তম দেশটির গণতন্ত্র হুমকির মুখে পড়বে। বেসরকারিভাবে বিজয়ী হওয়ার পর ভাষণে বোলসোনারো বলেন, তিনি ব্রাজিলের সংবিধান, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় সম্ভাব্য সবকিছুই করবেন। কোনো দল বা ব্যক্তির সঙ্গে নয় বরং খোদ ঈশ্বরের সামনে তিনি এ শপথ নিয়েছেন। তিনি বলেন, আমরা সমাজতন্ত্র, কমিউনিজম, পপুলিজম এবং বামপন্থি চরমপন্থার সঙ্গে প্রণয় চালিয়ে যেতে পারি না। বিদ্যমান অস্থিরতা কাটিয়ে দেশে স্থিতিশীলতা ফেরানোর অঙ্গীকার করেন বোলসোনারো। একই সঙ্গে ব্রাজিলকে পুনরায় একটি ‘মহান রাষ্ট্র’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ব্রাজিলিয়ান ভক্ত। এদিকে তার বিজয়ে অভিনন্দন জানিয়েছেন আরেক কট্টরপন্থি নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স এক বিবৃতিতে জানিয়েছেন, একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন দুই নেতা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১