আপডেট : ২৯ October ২০১৮
শেখ হাসিনার দরজা কারও জন্য বন্ধ নয়, সবার জন্য খোলা। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় ওবায়দুল কাদের বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসবে আওয়ামী লীগ। তিনি বলেন, সংলাপে আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। তবে এ সংলাপ কবে হবে তা জাতীয় ঐক্যফ্রন্টকে জানিয়ে দেয়া হবে। কাদের বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের চিঠি গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। শিগগিরই সংলাপের তারিখ, স্থান, সময় জানানো হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১