আপডেট : ২৯ October ২০১৮
চীনের পূর্বাঞ্চলীয় শাংডং প্রদেশে কয়লা খনি ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। সোমবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে। উদ্ধারকারী দলের সদর দফতর থেকে বলা হয়েছে, উদ্ধারকর্মীরা রোববার রাতে ৫টি ও রোববার সকালে একজনের লাশ উদ্ধার করেছে। সিনহুয়া জানায়, ২০ অক্টোবর ইউনচেং কাউন্টির লংইউন কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ওই খনিতে এ দুর্ঘটনা ঘটে। ৭৪ মিটার দীর্ঘ সুড়ঙ্গের দুধারে কয়লা ধসে পড়ে প্রবেশপথগুলো বন্ধ হয়ে গেলে মোট ২২ শ্রমিক আটকা পড়ে। সেখান থেকে একজন শ্রমিককে উদ্ধার করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১