বাংলাদেশের খবর

আপডেট : ২৯ October ২০১৮

আশুলিয়ায় চলছে পরিবহন শ্রমিকদের নৈরাজ্য

আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকা থেকে তোলা। ছবি : বাংলাদেশের খবর


ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়া একটি ব্যস্ততম এলাকা। পরিবহন শ্রমিকদের ডাকা টানা ৪৮ ঘণ্টার ধর্মঘটে আশুলিয়ায় দেখা গেছে পরিবহন শ্রমিকদের নৈরাজ্য, ভাঙচুর ও যাত্রীদের ওপর হয়রানি। এভাবেই চলছে পরিবরহন শ্রমিকদের নৈরাজ্য।

গতকাল রোববার সকাল থেকে শুরু হয় তাদের এই কর্মসূচি। সড়ক পরিবহন আইন বাতিলসহ আট দফা দাবিতে ৪৮ ঘণ্টার ধর্মঘট ডাকে পরিবহণ শ্রমিকরা। 

এদিকে সোমবার সকালে থেকে দুপুর পর্যন্ত নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল এলাকায় লোহার পাইপ, রড ও লাঠি হাতে বেশ কিছু শ্রমিক রিক্সা, কার্ভাড এ ভাঙচুর চালায়। এ ছাড়াও প্রাইভেটকার ও রিকশা থামিয়ে চালক ও যাত্রীদের হয়রানি করে শ্রমিকরা।

ধর্মঘটের কারণে গার্মেন্টস শ্রমিকরা তাদের কর্মস্থলে পৌছাতে ভোগান্তির সম্মুখীন হচ্ছে। অনেকে বিলম্বে কর্মস্থলে পৌছানোর কারনে কারখানার উৎপাদন ব্যহত হচ্ছে।

ভুক্তভোগী প্রাইভেট কারচালক নয়ন অভিযোগ করে বলেন, সকালে বাইপাইল এলাকা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার পথে বেশ কজন যুবক গাড়িটি থামিয়ে এলোপাথারী ভাবে আক্রমন শুরু করে। কারণ জানতে চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করে তারা ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে যে কোন গাড়ি আসলে তা থামিয়ে ড্রাইভারকে নামিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও হাতাহাতির মত ঘটানাও ঘটাচ্ছে তারা। এ সময় তারা আরো বলেন, মহাসড়কে রিক্সা, ভ্যান, এম্বুলেন্স চলাচলে বাধা দেওয়ার মত দৃশ্য জীবনে প্রথম বারের মত দেখলাম।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, ধর্মঘটকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টিকারীদের ব্যাপারে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং যারা ভাঙচুর করেছে তাদের খুঁজে বের করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১