আপডেট : ২৯ October ২০১৮
বিয়ের মৌসুম চলছে বলিউডে। একদিকে নিক জোনাস আর প্রিয়ঙ্কা চোপড়া। আর একদিকে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। এরই মধ্যে ফের অর্জুন কাপুর আর মালাইকা আরোরা খানের বিয়ে নিয়ে বলিউডে জোর গুঞ্জন। বলিউড সূত্রের খবর, সামনের বছর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অর্জুন কাপুর আর মালাইকা আরোরা। আর সেই খবর হাওয়ায় ভাসতে না ভাসতেই ভাইরাল অর্জুন আর মালাইকার পার্টি মুডের এক ছবি। ছবিটি শেয়ার করা হয়েছে রবিবারেই। ঠিক যে সময়ে মালাইকা আর অর্জুনের বিয়ে নিয়ে জল্পনা চলছে সেই সময়েই। ছবিতে মালাইকা-অর্জুন ছাড়াও রয়েছেন করিশমা কাপুর, কারিনা কাপুর, মালাইকার বোন অমৃতা আরোরা এবং আরো দু’টি অচেনা মুখ। আর অচেনা সেই দু’জন হলেন মালাইকার ইন্ডাস্ট্রিয়ালিস্ট দুই বন্ধু তনয়া এবং অরবিন্দ দুবাস। তনয়া এবং অরবিন্দই বলিউডের নতুন কাপলের চার হাত এক হওয়ার সুখবরে পার্টিটি দিয়েছিলেন বলে জানা গিয়েছে। ছবিটি শেয়ার করেছেন মালাইকারই আর এক বন্ধু। তিনি নাতাশা পুনাওয়ালা। ক্যাপশনে নাতাশা লিখেছেন, ‘অত্যাশ্চর্যের এবং আনন্দের এক সন্ধ্যা।’ তবে একটা ছবি নয়। মোট তিনটে ছবি শেয়ার করেছেন নাতাশা। যার একটিতে কেকও কাটতে দেখা যাচ্ছে মালাইকা। সে ছবিতে মালাইকার পিছনে রয়েছেন ফ্যাশন ডিজাইনার বিক্রম ফডনীশ। সুতরাং পার্টি যে একদম জোরদারই ছিল তা বোঝাই যাচ্ছে। মালাইকা এখন ৪৫ বছরের। আর অর্জুন কপূরের বয়স ৩৩ বছর। বলিউডের যে সূত্র দু’জনের বিয়ের খবরটি সামনে নিয়ে এসেছেন তাদের কথায়, ‘একে অপরকে খুবই পছন্দ করেন অর্জুন কাপুর এবং মালাইকা আরোরা খান। সম্পর্ক নিয়ে দু’জনের কেউই মুখ খোলেননি ঠিকই, কিন্তু নিজেদের ব্যক্তিগত চৌহদ্দির মধ্যে দু’জনেই খুব খুশি। স্টেডি রিলেশনশিপের পাশাপাশি এই সম্পর্ককে আর এক কদম এগিয়ে নিয়ে যেতে চান মালাইকা এবং অর্জুন। সামনের বছরেই বিয়ে করবেন দুজনে।’ ২০১৬ সালে আরবাজ খানের সঙ্গে ডিভোর্স হয় মালাইকা অরোরার। অভিনেত্রীর নামের পাশ থেকে খান উপাধি সরতে না সরতেই অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়ে জলঘোলা শুরু হয়ে যায়। তাদের একসঙ্গে দেখাও গিয়েছে বহুবার। কিন্তু বারবারই এই সম্পর্ককে বন্ধুত্ব বলেই থেমে গিয়েছেন মালাইকা আর অর্জুন দুজনেই। সম্প্রতি একটি রিয়্যালিটি শো’তে অতিথি হিসেবে এসেছিলেন অর্জুন কাপুর। আর সেখানেই এক প্রতিযোগী অর্জুন আর মালাইকাকে তার সঙ্গে নাচতে অনুরোধ করেন। ঠিক সেই সময়েই সবাইকে তাক লাগিয়ে দিয়ে মালাইকার হাত ধরে স্টেজে টেনে নিয়ে যান অর্জুন। ব্যাস তারপরই হইচই চতুর্দিকে। আর সেই হইচইয়েরই মাঝে সামনে আসছে এক এক করে ছবি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১