বাংলাদেশের খবর

আপডেট : ২৯ October ২০১৮

গুগলে লোকেশন ট্র্যাকিং বন্ধ করবেন যেভাবে

গুগল লোকেশন ট্র্যাকিং সংগৃহীত ছবি


বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

স্মার্টফোনে বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনে জিপিএস বন্ধ রাখলেই গুগল আর লোকেশন ট্র্যাক করতে পারে না, এমন ধারণা রয়েছে ব্যবহারকারীদের মধ্যে। তবে এ ধারণা সম্পূর্ণ সত্যি নয়। ওয়েদার সার্ভিস, ম্যাপ, সার্চ প্রভৃতি অ্যাপের মাধ্যমেও গুগল ব্যবহারকারীর লোকেশন ট্র্যাক করে থাকে।

চাইলেই গুগলের এ লোকেশন ট্র্যাকিং একেবারে বন্ধ করে রাখা যায়। অ্যান্ড্রয়েড ডিভাইসে লোকেশন ট্র্যাকিং বন্ধ রাখতে সেটিংস অপশন থেকে Google-এ ট্যাপ করতে হবে। এরপর Google Account অপশন থেকে Data & personalization ট্যাবে যেতে হবে। এখান থেকে Web & App Activity বন্ধ করে দিতে হবে। লোকেশন হিস্ট্রি বন্ধ রাখার জন্য Data & personalization ট্যাব থেকে লোকেশন হিস্ট্রি সিলেক্ট করতে হবে এবং এখান থেকে সংশ্লিষ্ট গুগল অ্যাকাউন্টে যুক্ত প্রতিটি ডিভাইসের লোকেশন ট্র্যাকিং বন্ধ করে দেওয়া যাবে।

আইফোন কিংবা আইপ্যাডে এবং উইন্ডোজ ডিভাইসে লোকেশন ট্র্যাকিং বন্ধের জন্য যেতে হবে mzaccount.google.com/activitzcontrols ওয়েবসাইটে। এখান থেকে গুগল অ্যাকাউন্টে লগইন করে Web & App Activity বন্ধ করার পাশাপাশি এর নিচে থাকা লোকেশন হিস্ট্রিও বন্ধ করে দিতে হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১