আপডেট : ২৮ October ২০১৮
আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন, নির্বাচনে তিন পার্বত্য জেলার জন্য আলাদা আইন শৃঙ্খলার ব্যবস্থা করা হবে। এখানে অনেক দূর্গম এলাকায় হেলিকপ্টার দিয়ে ভোটের মালামাল ও ভোট গ্রহণ কর্মকর্তাদের পৌছাতে হয়। এক্ষেত্রে আমরা সেনাবহিনীর সহায়তা নিব। ইদানিংকালে তিন পার্বত্য জেলাতে নিজেদের মধ্যে হানাহানি বৃদ্ধি পাওয়ায় আমরা আলাদা পরিকল্পনা করছি। সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে সুষ্ঠ ভোট গ্রহণের ব্যবস্থা করব। আজ রোববার বান্দরবানের লামায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাজাপ্রাপ্তরা নির্বাচন করতে পারবেন কিনা ? সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ফৌজদারী আদালতে কেউ যদি ৫ বছরের কম সাজাপ্রাপ্ত হয় তার নির্বাচন করার সুযোগ আছে। সেক্ষেত্রে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কিনা ? সাংবাদিকদের সম্পূরক এই প্রশ্নে ইসি সচিব বলেন, যেহেতু তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন, তার আপিল আবেদন মঞ্জুর হয় নাই বা এই বিষয়টা চলমান রয়েছে সেহেতু এখানে আইনীগত একটা বিষয় আছে। উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি’র সভাপতিত্বে জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল কালাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো, কামরুজ্জামান, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. ইসমাইল, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর এ.এইচ.এম ফখরুল ইসলাম চৌধুরী, বান্দরবান জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল সহ প্রমূখ। স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানটির আয়োজন করে লামা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস। আলোচনা সভা শেষে প্রাথমিকভাবে ৩০ জনকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়।
তিনি আরো বলেন, ইবিএম একটি আধুনিক ভোটিং প্রযুক্তি। এটি ব্যবহার করে ডিজিটাল ব্যবস্থাপনায় মানুষ দ্রুত ভোট দিতে পারবে। এতে করে ভোটের কারচুপি ও কেন্দ্র দখলের মত সমস্যা গুলো বন্ধ হয়ে যাবে। যদি আইন সংশোধন হয় তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শহর এলাকায় স্বল্প পরিসরে আমরা ইবিএম পদ্ধতির ব্যবহার করব। পরবর্তীতে স্থানীয় সরকার নির্বাচনে বিশেষ করে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচনে ইবিএম পদ্ধতির ব্যাপক ব্যবহার করা হবে। তার আগে জনগণকে বিষয়টি বুঝার জন্য ইবিএম মেলা ও মহড়ার ব্যবস্থা করব।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১